মৃণালকান্তি দাশ

মায়াজম
2

                                 বাঘ   
  



সুন্দরের পাশে সারাদিন বসে আছে
অন্ধ রাক্ষস ;
সাদা বাড়ির পাশে কালো পাতার অহংকার ,
মায়ের শূন্য বিছানার পাশে
টানটান দাঁড়িয়ে আছে খাঁ খাঁ দেয়াল ,
রক্তহীন তরবারির পাশে
সরল কবিতার পঙক্তি ,
সিঁড়িতে পায়ের দাগ নেই
অথচ চাঁদের পাশে জেগে আছে বৃষ্টিমেঘ

হয়তো কারও চোখে পড়েনি এসব , হয়তো
কিন্তু ঘুমিয়ে পড়ার আগে
তুমি যখন রাত্রির পাশে শুলে ,
জঙ্গলের গরিমা থেকে বেরিয়ে এল
যে মানুষ , সে অবিকল আমার মতোই

জানি না , এতদিন কেন তাকে
বাঘ বলে সরিয়ে রেখেছ !
 

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

  1. সুন্দরের পাশে সারাদিন বসে আছে
    অন্ধ রাক্ষস ; অসম্ভব ভালো লাগা লাইন

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন