ইন্দ্রনীল সেনগুপ্ত

মায়াজম
0
                                                     ছায়াছায়া                                







ভাবছ তুমি
কী ভাবছ
ছড়িয়ে যেতে পারি আমি গড়িয়ে যেতে পারি
হারিয়ে যেতে পারি আমি বিক্ষিপ্ত আক্ষেপে

শূন্য থেকে ছুটে আসা শব্দাবলী
আসছে মহাকাশে
বায়ুমণ্ডল ভেদ করে আসছে কানে ফিসফিসানি
মহাশূন্য থেকে

কেউ ডাকছে
ডাকছে কেউ
আসছে ছবি
ছায়াছায়া হাতছানি কার!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)