দহন
এই দহনে আগুন ছিল
এবং অঢেল রক্ত
দুই পাশে তার আল্লা এবং
ভগবানের ভক্ত
এই দহনে ছাই হয়েছে
অনেক সবুজ গান
এই দহনে দাহ্য হল
গীতা ও কোরান
দহন ছিল আবেগমাখা
ত্রিশূল এবং ছুরি
কবরখানা, শ্মশানে তাই
সকাল বিকেল ঘুরি।
2মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন
একটি মন্তব্য পোস্ট করুন
ভীষণ ভীষণ অসাধারণ লিখেছেন চন্দ্রশেখর দাদা
উত্তরমুছুনkhub sundor lekha
উত্তরমুছুন