বৈজয়ন্ত রাহা

মায়াজম
0
                                                      বৃষ্টি  
  




অন্ধকারবৃষ্টি হচ্ছে সারারাত্রি ভেসে যাচ্ছে, গান,
আলোপথে ঠোঁটে ঠোঁটে জেগে উঠছে প্রেমের বাগান,
কে যেন বিষম  খেল, বহুদূরে কেউ মনে করে,
দুই পাখি উড়ে যাচ্ছে, দুজনের ডানার উড়ান...

লিখে রাখে বৃষ্টি আর মাঝে মাঝে ছোট ছোট ঘুম,
বিছানা আলোয় ভাসে বিছানায় আকাশকুসুম,
ঝগড়াঝাটি আজ থাক,কিছুতেই থামানো যাচ্ছে না,
আলোর কিরণ চেনে পাখিদের জীবন্ত ডানা..

সারারাত্রি বৃষ্টির পর পাখির সে মুখ জলছবি,
সারারাত্রি শরীরে তার কবিতা এঁকেছে এক হতচ্ছাড়া কবি,
চাঁদনিরাত জলে জলে ,জেগে উঠছে প্রথম সকাল,
মেঘে মেঘে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, লালিমার গাল...

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)