সেখ সাদ্দাম হোসেন

মায়াজম
0
বাজনা 













উপকার করলে
তুমিও প্রতিশোধ নাও । স্থির

খুচরোর আওয়াজ শুনবে না কেন ?

সত্ত্বার কুচি কুচি নিয়ে
একটা মানুষ
তোমাকে চিনছে । বহুমাত্রিক নয়

তোমার পানে যে স্পর্শক ছুটে আসছে
তীর ভাবনা । বুক পেতে গেঁথে নাও
বাজনা …

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)