তন্ময় কর্মকার - মায়াজম

Breaking

৩ আগ, ২০১৫

তন্ময় কর্মকার

                                                  জল সোহাগ








আয় তবে ভুলে যায় 
এযাবৎ সমস্ত প্রেমের সংলাপ
ভালোবাসার আকাশটায় 
কে যেন ছড়িয়ে দিয়েছে- 
গোলাপ নয়, সংশয় আর প্রলাপ।

আর একটুখানি সময়
অপেক্ষা কর সংযমী মনে।
দুঃখ, বিরহ নয়-
মৃত্যুর কাছাকাছি নির্জনে
অমৃত খুঁজে নেব দুজনে।

জীবনের উৎস সন্ধানে
সন্ধানী করেছি নিজেকে।
ঈশ্বর বা ঈশ্বরী কে? জানি নে।
কোনদিন ডাকি ও না ওদের, 
রূপকথার রাজ্য থেকে। 

ছুঁয়ে দেখ হাত বাড়িয়ে 
ফোঁটা ফোঁটা বৃষ্টির জল
মাটির শক্ত শরীর ছাড়িয়ে
অনায়াসে বদলে দিচ্ছে
সৃষ্টিত্বত্তের শৃঙ্খল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র