অর্ণব চট্টোপাধ্যায়
আগস্ট ০৩, ২০১৫
0
ফেনিল অব্ধকারে একাএকা
রোজ রোজ চিত্রকল্পের ভেতর
নির্মাণ হচ্ছে অলীক সাঁতার ... কুয়াশার আধাডোবা স্বর
আর আমার মধ্যে টের পাচ্ছি
ক্ষুরধার জলের মন্থন ।
শিরায় শিরায় হল্লা শুরু এবার
এ উদ্বেল কে উদ্বেল রাখি ।
যে চিহ্ন পরে আছে নত হয়ে
নিঃশব্দময়
তাকে ছড়িয়ে দিই না ,
সারসার আচ্ছাদনের ভেতর
আজ আর কোন ধ্বনি আঁকছি না
কৌশল আঁকছি না
ফেনিল অন্ধকারে একাএকা
বিবর্ণ শ্বাস জরো করছি কেবল
আর মেঘের উড়াল ছড়িয়ে দিচ্ছি একটানা
Tags
সুচিন্তিত মতামত দিন