নীলাব্জ চক্রবর্তী

মায়াজম
0
                                                     নোনা কবিতা 












০৯/০৬/১৫


গতির ভেতরে খুব নেমে যাই
ধ্বনির ভেতরে
তুমি সরে যাচ্ছ
তোমার পছন্দ সরে যাচ্ছে
বালি বালি ভোর হয়
ভোরের ভেতর হয়
ওখানে হাওয়াকলের কথা আসবে ওখানে
সমুদ্রবিদ্যার কথা
আর মাথা নীচু
আমি খুঁজছি
তোমাদের প্রতিসরণ কোণ
এইভাবে
এক কাঁচ বিক্রেতার সাথে দেখা হয়ে যাবে

রঙের ব্যবহার নিয়ে তেমন কিছু ভাবিনি...


১০/০৬/১৫


নোনা ভেক্টর জুড়ে
একটা লাল শব্দ দুলছে
ক্যামেরার ভেতর
বরফের স্মৃতিঘর
ক্ষয়ে ক্ষয়ে বেড়ে উঠলো অন্যদিন
স্নায়ুর পোশাক থেকে
ব্যবহার্য ফটোশপ ও ভাসমান ঋতুর আকার

স্থাবর হয়ে যাওয়া এই দীর্ঘ অসমাপিকা...


১১/০৬/১৫


অনেক দূর থেকে তুমি বম্বে রোড
ভাবো এই যাতায়াত
রিপ্লেস করছো ফেনা দিয়ে
আর ঝুঁকে আসা নাভির মুগ্ধতা
ফ্রেমের বাইরে           চলে যাচ্ছে
বসে থাকার পিছল ভঙ্গি

অ্যাতো বেঁকে যাওয়া প্রিয় মরসুম যে
পকেট ফুলে উঠছে
আর ছবির স্ফীত দিকে
শক্ত হয়ে আসছে
কোনও কোনও বাদামী অভ্যাস...

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)