তীর্থঙ্কর মৈত্র

মায়াজম
0



তুমি যেন 

শরৎ এসেছে ফের মেঠো পথে এই গ্রাম-গাঁয় ।
বৃষ্টি ভেজা মাটি ধীরে কিছুটা শুকিয়ে ; সোঁদা গন্ধে
ভ'রে দিচ্ছে চারিদিক । জিওলের আঠা ঝ'রে ঝ'রে -
খয়েরি হচ্ছে এ ঘাসে - গাছতলাতেই সারাদিন -
তুমি যেন তার পাশে ঘুর ঘুর করা এক গঙ্গাফড়িং  ;
লাল দেহ , চারিদিকে ছড়ানো হলুদ পাতায়
এখনও সবুজ ছোপ ; উড়ে ফেরো নতুন ডানায় ।

ভেজা দেহ গাভীটির দড়ি হাতে পুকুরের পাড়ে  ।
একটি মানুষ যার , সুখী সুখী চোখ মুখে লেগে
শরতের সরলতা - রোদ । বাঁশের স্তূপের পাশে
ছায়া এসে উঁকি দেয় - যেন কৌতূহলী গ্রামের কিশোর !
এখানেও পাতা ঝ'রে - সোঁদা গন্ধ ! শান্ত জলে সাদা
মেঘের প্রতিমা ধ'রে ;  লাউ মাচা  , কলাবনে ঝুলে
শুকনো কলার পাতা , যার ছায়া প'ড়ে আছে জলে ।

তুমি যেন এরও পাশে ঘুরঘুর করা এক গঙ্গাফড়িং ;
লাল দেহ , চারিদিকে ছড়ানো হলুদ পাতায়

এখনও সবুজ ছোপ ; উড়ে ফেরো নতুন ডানায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)