বিপ্লব গঙ্গোপাধ্যায় - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

বিপ্লব গঙ্গোপাধ্যায়

                                                     ছায়াপথ








প্রজাপতি একদিন উড়ে যায় , নীলাভ বিছানা
তার ঘুমে শুঁয়োপোকা ছিল।

মনে পড়ে , দুষ্প্রাপ্য স্মৃতি আবেষ্টনী ?
এবং সাইকেল অবাক করা সন্ধ্যেবৃষ্টি
শহরের অলিগলি
ভেজা ঝাপসামন মেঘপাহারার দায় জীবিত সন্ত্রাসে

প্লাবিত শ্বাসের সুরে হাওয়ার শূন্যতা

অভিমান জমা হয়
অপচয় তাও অসম্ভব ?

তুমি তাকে ডেকে নিয়ে গেছো , দূরে
সূর্য তবু দাঁড়াবে না
যতই আগল দাও, অনুরোধ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র