শর্মিষ্ঠা ঘোষ - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

শর্মিষ্ঠা ঘোষ

                                                   দূরদৃষ্টি









সময় আসছে নেমে বালির প্রতিটি কসরতে
এর মধ্যেই একদিন ঠিক তোমার কাছে যাবো ...
তুমি কিন্তু অনেকদিনই ধরাছোঁয়ায় আছ জন্ম অভ্যাসে
খুব কিন্তু চোখেই ছিলে তুমি ঘন ছিলে আন্তরিক স্নেহে
দেবতার তো পাথরসম চোখ দেবতাদের দূরগগনের দম
বেপরোয়া খেলেছি আমি বিশাল নিবিড় ছায়ার গাছটি তলে
দেখিনি তাকিয়ে জ্যামিতি তোমার দূর কি বাত তো ছোঁয়া
বড্ড তুমি মানুষ মানুষ থাক নিয়মনিষ্ঠ সাদাকালোর চলন
দৈবাৎ আরেকজনের প্রণাম দেখে ফিরে এলাম হুঁশে
তখন থেকেই জ্বলে যাচ্ছি বিবেক বাবুর দয়ায়
যাবো আমি , যাবোই , খুব শিগগির তোমার কাছে যাবো
যেকয়টি অবশিষ্ট পাখি বেলাশেষে তোমার ডালে পাতায়
এখনো যে দুই একটি আলোর মত ছোঁয়া তরতাজা
আমায় তুমি তাদের কথা বোলো খানিক আমায় ঝলক দিও মনে
প্লিজ দাঁড়াও, আরও দুয়েকবার ইচ্ছে টপকে তোমার কাছে যাবো
তার আগে অন্য চশমায় পড়ি তোমায় ক্ষণিক নিরিবিলি
আমারও তো বয়েস ঢলে এলো আমারও তো দূরের দৃষ্টি কাঁচে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র