সৌমেন্দ্রনাথ গুহরায় - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

সৌমেন্দ্রনাথ গুহরায়

                                                  এপিটাফ








এ এক আশ্চর্য যুদ্ধ
কোন প্রতিরোধ নেই
প্রতিরক্ষাও নেই বুকের ভিতর
নিজের সঙ্গে নিজের যুদ্ধ
আলো ও আঁধারে
মূহুর্ত থেকে মূহুর্তান্তরে শুধু শব্দ ঝড়ে পড়ে
ঘরে ও বাহিরে
আজ যারে প্রেম বলো
আতান্তরে সেইতো প্রতিমা হয়ে পূজোপঠে ব্যস্ত হয়ে পড়ে
সুখ দুঃখ কিছু নেই
প্রগাঢ় সবুজ প্রান্তর ক্রমশঃ পাথর হয়েছে
আচারে বিচারে

এ এক আশ্চর্য সময়
বৈরাগ্য ত্যাগ করে সন্ন্যাস সময়ও
একবার ডুব দিতে চায় প্রাচীন পুকুরে
উদ্বৃত্ত যা কিছু আছে
বিলিয়ে দিয়ে
ঝর্ণার কলতান চায়
কিছু ধুলোবালি মেখে ফিরে যাওয়া নয়
মাধুকরীর মাধুর্যে
পাথরের স্তব্ধতায় বহতা স্রোতের এপিটাফ
এভাবেই লেখা হয়
এ বধ্যভূমিতে হায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র