দেবাশীষ মন্ডল

মায়াজম
0
                                                 নামহীন কবিতা





পাশ বালিশে তোমার ছবি,
ভাবনা।
ভাবনার খোরাক।
উড়ছে,পতপত বিজয়কেতন
উপচে পড়া পুষ্পবৃষ্টিতে
বেশ দমবন্ধ।
অাহ্,দমবন্ধ !!
এই বোধহয় অমৃতরস !!
তুমি বরং মান্ডি ছাড়ো,
পরজন্মের যাত্রায় একটা
চট্টো, গঙ্গো কিনে নাও.

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)