চম্পাকলি চ্যাটার্জী - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

চম্পাকলি চ্যাটার্জী

                                                    রাঙাপদ্ম











রঙ ঝরিয়ে কাঁদতে ইচ্ছে করে
ঠিক ততটা যা দিয়ে
ধুয়ে যেতে পারি আমি...
আমি সর্বস্ব তোকে নিয়ে

একপাল রাজ হাঁস যখন ছুটে বেড়ায়
তখন যে রকম সাদা উড়ে আসে
ঠিক সেই রকম করে
ধুতে ধুতে
তোকে ভেজাই

দেখতে পাই তোর কান্নার রঙটাও
আবার কখন জাপটে ধরে
তোর বুকটাকে
আমার লাল সিঁদুরে আটকে দিই

ওরে পাগল আমার যে আর কিছুই করার নেই
বাইতে বাইতে
কখন নদী হয়ে গেছি

যে পদ্ম তোর বাগানে
আজ বাসা বেঁধেছি নিজের খোঁপায়
কান্না দিয়ে ধুয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র