নির্মলেন্দু কুণ্ডু - মায়াজম

Breaking

২ নভে, ২০১৫

নির্মলেন্দু কুণ্ডু

                                            একটি কু-নাট্য





স্থান:—প্রাইভেট নার্সিংহোম
কাল:—সময়ের হিসেব কে রাখে

হবু বাবা: ডাক্তারবাবু,সব ঠিক আছে তো?কোন গন্ডগোল হবে না তো?

ডাক্তার: হুম,সব ঠিকই আছে

হবু বাবা: সামনে পুজো৷মা আসছেন৷এই সময়......৷বুঝতেই পারছেন টেনশন হচ্ছে৷

ডাক্তার: আরে মশাই,অত ঘাবড়াচ্ছেন কেন?এই কাজ করে করে তো মাথার চুল পাকালাম৷তবে.....

হবু বাবা: তবে কী ডাক্তারবাবু?

ডাক্তার: নাঃ,কিছু না৷আপনি এখানেই অপেক্ষা করুন৷আমি কাজটা মিটিয়ে আসি৷

হবু বাবা: আমি একবার আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই৷

ডাক্তার: আচ্ছা...

হবু বাবা: (স্ত্রীর সাথে দেখা করে)সুমনা, ডাক্তারবাবু এক্ষুনি আসবেন৷বেশিক্ষণ লাগবে না৷এ' কী!তুমি কাঁদছো কেন?না,না,ভয় পেয়ো না৷সব ঠিক হয়ে যাবে৷

হবু মা: এসব কী বন্ধ করা যায় না?

হবু বাবা: কী সব বলছো উল্টোপাল্টা!এতদূর এগিয়েও.....৷না,না৷তাছাড়া আমাদের বাড়ির সম্মান জড়িয়ে আছে এর সাথে৷এ নিয়ে আমি আর কোন কথা শুনতে রাজী নই৷

(কিছুক্ষণ পর)
ডাক্তার: সরি,মি. ভট্টাচার্য!অনেক চেষ্টা করলাম৷পারলাম না৷এই কাজটা না করলেই পারতেন৷কেন যে USG করতে গেলেন?এই সময় একটা রিস্ক থেকেই যায়৷ I am sorry,your baby and wife both are DEAD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র