দেবাশিস মুখোপাধ্যায় - মায়াজম

Breaking

২ নভে, ২০১৫

দেবাশিস মুখোপাধ্যায়

                                            একটি বিসর্জনের গল্প নয়



   এতো ভীড়ের মাঝে , এতো উৎসবের মাঝে , আলোর মাঝেও মানুষ একা তার বৃত্ত এঁকে চলেছে । কজন একজন মানুষকে বুঝতে পারে । না আবাহনে না বিসর্জনে কেউ তাকে বুঝছে না তাই সে একা । সে নতুন পোশাকে ঢেকে রেখেছে নিজেকে কিন্তু কোথায় পুরনো দিন তাকে ছাড়ছে না । আমরা তাকে হাসতে দেখছি আড্ডায় কিন্তু কোথায় যন্ত্রণা ছিঁড়ে দিচ্ছে তার অন্দরমহল । তার কথা সে বোঝাতে পারে না।খাতায় লিখতে পারে না । একাকী গাছের কাছে ফিসফিস করে । পুকুরের গায়ে দেখে হলুদ রঙের বাড়ি উঠেছে আর ক্রমশ রোগের আশঙ্কায় রোগা হয়ে যাচ্ছে পুকুর । এভাবেই সে একটা বিসর্জনের গল্প লিখবে ভাবছিল । একা সে উঠে এসেছিল ছাদে । হাসতে হাসতে সে নিজের সঙ্গে গল্প করতে করতে তার সমস্ত কবিতা গল্প যা কিছু লেখা খাতা ছুঁড়ে দূরে আর পাঁকের ভিতরে তলিয়ে যাচ্ছিল ।
একা মানুষের কথা কোনো খবরের কাগজ লেখে না । প্রতিমা বিসর্জনের সংবাদের নীচে মৃত্যু সংবাদ চাপা পড়ে যায় ঢাক আর মাইক তেমন ছাদ থেকে পড়ার সংবাদ আওয়াজে ঢেকে দেয় । আ কি শান্তি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র