ইন্দ্রনীল সেনগুপ্ত - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

ইন্দ্রনীল সেনগুপ্ত

                                           ইউক্যালিপটাসে 










আমার জীবন বাঁচি নিজের মত,
দূরে থাক;
আমার নেশায় মাতাল হয়ো না,
সামলে নিও।

বড় আত্মকেন্দ্রিক আমি,
নিজেকে নিয়েই থাকি;
কাছে এলে দুঃখ পাবে
সেটা আমার সয় না,
চাই না কাঁদো তুমি বনলতা।

এই আমার পাতার কুটির,
ওদিকে গান গায় ঝর্ণা;
ঝর্নাও নিজের মত।

ছুটে বেড়াচ্ছি ইউক্যালিপটাসে সোনাঝুরিতে,
দেখছি নদীতে স্নান করা ললনারা হাসে, দেখি
মাথায় বোঝা নিয়ে চলে যাওয়া অরণ্য রমণী,
ফসলের ক্ষেত, চাষীবৌ, কৃষকের মাঠভরা ধান
নীল নীল আকাশ, আকাশভরা মেঘের ছবি,
নেশাগ্রস্ত, ইহকাল পরকাল বিসর্জিত। তুমিও কি
মাতাল হবে?
দুঃখ পাবে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র