অনুপম দাশশর্মা

মায়াজম
0
                                            দাও যাতনা পাত্র









কিছু যন্ত্রণা দিও আমায়, বদলে..
ভালোলাগা দেব ফেরত শব্দের মোড়কে
ধ্রুপদী ভাবনারা চেনে না সুখের বসতি
বিরামহীন কলমে ঘুরে বেড়ায়
সভ্যতার সড়কে।

যে গোপন খামে জমা থাকে সময়ের ক্লেদ
সেখানে ভুল পথে হেঁটে যাবার মাশুল
ক্লান্তির পায়ে পায়ে,
সে সব হালকা করে মন
ভরসার বৃষ্টি ঝরে নির্বিষ অক্ষরের
আপেক্ষিক ঘায়ে।

কিছু উৎকন্ঠা উপহার দিও আমায়
বণস্পতির জন্ম দেব ফণীমনসার ঝোপে
যেখানে শুকনো পাতার মর্মরে লুকিয়ে পড়ে
শান্তির সাদা রং
সেখানে কুয়াশামাখা রোদের শিশিরে
শোনা যাবে নীলকন্ঠীর ডাক
যে ডাকে জেগে উঠে ফুঁসে উঠবে
সত্যসুন্দরের পুরোভাগ!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)