অপূর্ব কর্মকার - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

অপূর্ব কর্মকার

                                                   পথ








কোথায় তোমার হারিয়ে গিয়েছে পথ?
জংলা ঝোপের গোপন পাঁজর মাঝে?
আমিও খুঁজেছি, খাল-বিল-নালা ছেঁচে
ঘরময় কাদা, বৃষ্টি হয়েছে খুব।

এখনও কি ভাসে মায়াময় রঙে পদ্মদিঘিতে
তৃতীয়ার চাঁদ; যেমন ভাসত আগে?
বিরহ করেছে আমাকেও মুসাফির
দিয়েছি চুমুক, কুয়াশা অন্ধকার।

কোথায় ধাঁধিয়ে এসেছ তোমার চোখ?
ঝাঁ-চকচকে শহুরে নিয়ন আলোয়?
জোনাকি ডানায় সাঁতার কেটেছি কত
জলা-মাঠ ভেঙ্গে দুরের বাবলা বনে।

পুরনো কাঁটার ক্ষতই আজকে ডাকে
নুড়িতে বালিতে ঘন হয় স্মৃতিরেখা
অতএব সেই পাথর সরানো গেছে
জংলা ঝোপও সরে যাক দূর বনে।

আনকোরা পথে আশ্বাস পেয়েছ কি?
আদিম মাটির সব ধুলো তুমি চেনো?
বাড়াও দু'হাত, যতটুকু ফাঁক মাঝে
সেটুকু মেটাই। শুরু করা যাক চলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র