অভি মৈত্র - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

অভি মৈত্র

                                              খয়েরী রঙের জামা থেকে...









`জাস্ট কিচ্ছু ভালো লাগছে না` কথাটা যেভাবে শিল্প হয়ে ওঠে, এবং সময়-সাপেক্ষও ।
জানি, অপেক্ষার ওই প্রান্ত জুড়ে তুমি আছো। থাকবে টু-বি বাসস্ট্যান্ড পর্যন্ত। প্রতিটি অসফল প্রেম যেভাবে কবিতা হয়ে ওঠে। ধোঁয়া-অ্যাশট্রে-অ্যাশট্রে-ধোঁয়া নিয়ে বাড়ি ফেরা, অপলক অথবা চিকচিকে বালুকণা... সমুদ্র যাকে বলেছে সানবার্ন। নদী কি বলেছিলো অবশ্য জানা হয়নি অথচ জিগশ পাজল প্রিয় সবাই বলেছিলো শেষ বলে কিছু হয়না আসলে শুরুও জানায়নি ভূমিকা, তাই শিহরণ গোপন রেখেছে আয়না, যাবতীয় ।
গচ্ছা বলতে মেঘের মন, মনের মেঘ রয়ে গেছে দূরের গ্রামে সবেমাত্র যেখানে শেষ হলো পৌষ মেলা। আসবাবহীন দোকানের জানলা নিয়ে ফিরে গেছে যা ছিল গান। ধূসর রঙের গন্ধ ছড়িয়ে দিয়েছে ফেরিওয়ালা...
নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা নিয়ে আপাতত চলেছি সঙ্গে আছে খয়েরী জামা...

কবি বলেছেন-
আমাদের প্রত্যেকের আছে শাবল কুড়ুল আর ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র