সঞ্জয় সোম - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

সঞ্জয় সোম

                                          তৃষ্ণা








অর্বাচীন বুকে মাথা রেখে
পৃথিবী যায় না দ্যাখা
অনুভূতি জাগে
ধীরে ধীরে ধীরে,
বুক সচল হলে
পৃথিবী ধরা দেয় স্বেচ্ছায়
স্নেহ জুড়ে।

রমণী দেখেছি
ধীর লয়ে হেঁটে চলা
আপাদমস্তক যৌনতা খুঁজেছি
অভ্যাসে,
দোষ রমণীর নয়
দোষ অনুভূতির নয়
দোষ
আপন দৃষ্টিতে ধরা দেয়
তৃষ্ণায় এসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র