রাকেশ আলম

মায়াজম
0
                           পেন্ডুলাম এবং মুক্তির দাবী








জানি, পরাধীনতার পাথর ভেঙে মুক্তি তোমার বড় কঠিন।তাই দাবী রেখে গেলাম আজ স্বাধীনতার, স্বপ্নের আগামী মাটিতে।

জন্মান্তরের পতাকায় এতদিন যে মানুষগুলোর অবাধ পারাপার,
তারা কেউ নয় আমার।
তারা ছিলনা তোমারও...
সন্ধ্যার মিছিলে আগুন নিভে গেলে ফোঁটে না বনফুল।বিরহ ঘিরে থাকে রাজপথ, নিভে যায় সভ্যতার নিয়ন।
তখনই অশান্ত ঢেউ আছড়ে পড়ে মহাসাগরে।
শীতলপাটি স্পর্শ করে চৌকাঠ।
নিভৃতে হয় জোছনার দহন, প্রকাশ্যে চাঁদের সোহাগ।

দাঁড়িয়ে থাকি শিশিরপরশে।
জন্মাই নাভি সংলগ্ন অন্ধকূপে।
প্রবেশ নিষেধ আমার অন্দরমহলে,
যেখানে তোমার আজন্ম কারাবাস।

নির্বাসিত একজনের আকাশ কতটা অন্ধকারাচ্ছন্ন,
মাটি কতটা ভারী...
সকল পথে চলে অকালবোধন।
সকল ধর্মেই বিসর্জন...
তবু রোজ নিয়মকরে প্রভাতস্নান, সূর্যপ্রণাম
ফজরের আজান...

শপথ রাখি বর্ণমালায়

হে ঈশ্বর!
স্বাধীনতার দাবী রেখে গেলাম আজ প্রাচীনগুহায়।

"তোমাকে মুক্ত করা হোক..."

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)