কা জ রী ব সু - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

কা জ রী ব সু

                               বসন্তের মুদ্রাদোষে






যেখানে লালচে আবীর চক্রবালে
মেঘেরা জল হারিয়ে ফুঁসছে রোষে
ইজেলে কৃষ্ণচূড়া হাত বাড়ালে,
সেখানেই রংফাগুয়া মুদ্রাদোষে ---

দিলে আজ মিথ্যেগুলো সত্যি করে
দেখেছি স্বপ্ন দেখার হাতছানিও
কবে যে ডুবতে হবে রূপসাগরে
সে কথা পর্দাফাঁসে সব জানিও --

ভোলা নয় ,রাখব ধরে মনের কোঠায়।
তখনই নিভৃতে পাই সাহসগুলো
বাকিটা সুপ্ত আছে সূর্য ওঠায়
তখনই ইচ্ছেরা সব আকাশ ছুঁলো --

ফাগুন আজ পাইয়ে দেবার দুঃসাহসে।
পলাশের রক্ত আভার মুদ্রাদোষে ---

১১টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন
    2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন
    3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন
    4. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন
    5. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন
  2. খুব ভালো। আপনার ছন্দবিন্যাস আমার ভালো লাগে।

    উত্তরমুছুন

Featured post

সোনালী মিত্র