মানিক সাহা

মায়াজম
0
                                     ক্লাউন সিরিজ - ঈ










বেশ ভালোই জমেছিলো শেষরাতের শ্লোক, সিগ্নেচার চিনে চিনে
হরিণের সামনে গিয়ে থেমে যাচ্ছিলো আমাদের পায়ের ছাপ

কখনো গান, কখনো মফস্বলের সুপুরি গাছে আটকে থাকা ঘুড়ি
ওকে জাহাজের স্বপ্ন দেখানোর কথা ছিল

এখন সে স্বাধীনতার স্বাদ নিতে চায় আর
ভুল রঙে শ্লোগান লিখে লাগিয়ে দেয় গাছের দেয়ালে...

ক্লাউন সিরিজ- উ

গ্রহের নামগুলি ক্রমাগত ছন্দ ভাঙতে চাইছে।
পিঠের পেছনে নি:শ্বাস ফেলছে নিত্যনতুন সুরের কারসাজি...

ভাবছি...
আসলে ভাবনাই আমাদের ব্যক্তিগত
বাকি যা কিছু আছে তারা পরস্পরবিরোধী।

কেউ জন্মের কথা বলে, কেউ
ছিড়ে যাওয়া সম্পর্কের কাঁধ ছুঁয়ে বসন্তের শাপগ্রস্ত হয়...

পৌরাণিক ঘর করার নকশা নিয়ে হেঁটে আসছে প্রান্তজনের ভোর;
আমি তার ছিটেফোঁটা তুলে নিচ্ছি প্রাত্যহিক বিষপানের ফাঁকে।





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)