মেকি বিন্যাস
কথা যখন কবিতা হয়ে ওঠে, পাতার আয়নায় কবি স্বচিত্র আঁকেন, অন্যেরা ক্যানভাসে পাখা জুড়ে নিজেদের রঙ মাখেন।
বলতে চাই বল্লেই তো
সব বলা হয়ে উঠে না,
লিখতে চাই ভাবলেই ,
শব্দেরা ভাবের ঘরে ধরা দেয় না।
ইতিকথা লেখার সময় এলে
কাগজ ভারি হয়ে যায়।
সূচি থেকে উপসংহার বিন্যাসটা কেমন যেনো মেকি হয়ে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

সুচিন্তিত মতামত দিন