কৌশিক গাঙ্গুলি - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

কৌশিক গাঙ্গুলি


                                             শহিদের ইতিহাস







                ব্যথিত ইন্ধন যোগায় ঘুণপোকা বিকৃত উল্লাসে , অজস্রবার আঘাতের পর প্রস্তুতি নাও যুদ্ধের , অপমানের প্রতিটি উত্তরের মধ্যে জয়ের গন্ধ থাকে । শিথিল ধমনীও দপ্ দপ্ করে উষ্ণ রক্তের তাণ্ডবে । তবু এক আশংকা মনের মধ্যে খেলা করে চলে । প্রগাঢ় আবেগে স্নেহান্ধ হয় শত্রুদের প্রতিও অশ্রু , হে কালবেলা এই সময় সতর্ক হও নাহলে মৃত্যুর গান । বুকের মধ্যে জমানো ক্ষোভ আর বারুদস্তুপের মিলন বাইরে উসকাতে থাকে বিরুদ্ধ বাতাস জুড়ে বিপদ ও একটু জাদু মোচড় আর একটু দাপুটে সাহস মজ্জায় মজ্জায় বিস্ফোরণ আর বিজয়ী শহিদের ইতিহাস ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র