খন্ডিত
সবই তো আছে
গ্রীবা, স্তন, বাহু,নাভিমূল, বস্তিদেশ,
গুরু নিতম্ব .......
অল্প হেসে শিল্পীর উত্তর --
মাথাটা বসালে
মুখের একটা আদল আসবে
তখন মাথাটা তোমার সোজা থাকবে কি?
যদি আদলটা
তোমার মায়ের বা বোনের সঙ্গে মিলে যায় ;
তার চেয়ে এই ভালো খন্ড বিখন্ড .....
আসলে জীবনটা তো এক নয়,
অসম্পূর্ণ শিল্প কোনও।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default


সুচিন্তিত মতামত দিন