তন্ময় কর্মকার

মায়াজম
0
                                             অন্যচিত্র 









অনেক খুঁজলাম দুঃখ যন্ত্রনাকে
ওরা কেও নেই কাছাকাছি,
তবে কি নিয়ে সুখ করি বল তো ভগবান!
পারলে দাও ওদের এই বুকে।
কতবার কাঁদতে গিয়েও হেসে ফেলেছি
সে তো অজানা নেই তোমার।
এই তো সেদিন স্বপ্ন দেখতে ভুলছিলাম
আমার মনকে বুঝবার জন্য
একটা স্বার্থহীন মন উপহার দিলে,
সে শুধু স্বপ্ন দেখতেই শেখাল তা নয়,
স্বপ্ন কি ভাবে স্বার্থক করতে হয় তাও শেখাল

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)