অনুপম দাশশর্মা - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

অনুপম দাশশর্মা

                                     সেই ফাগুনের আগুনে








.
প্রতি বছরের মত ধুলো ঝেড়ে গোলাপী জামা পরে নেয় সে
খুচরো আহ্লাদের টুকরোগুলো শিশিরে হালকা চুবিয়ে
উঠে আসে খাতার পাতায়, ছন্দে ও কিছুটা ধন্দে।
.
হে ফাগুন তুমি কী বোঝো না
কোনো উত্তাপে উষ্ণ হয় না এ বন্ধ্যা সম্প্রীতির অন্ত্যমিল।
উঠে আসে শুষ্ক ত্বক
অনুদানের চরিত্র বদলে যায়
পরযায়ী পাখিতে ভরে যায় প্রতিষ্ঠানের বদ্ধ ঝিল।
.
প্রতি বছরের মত প্রেমিকের বুকে চাঁদ নেমে আসে
নদীর মত টলটল করে ওঠে বিকালের ঘোরলাগা চোখ
তখন কিছু আলো উপহার পায় অন্ধ মনের অলি গলি।
.
এসব ঘটমান সহজ অঙ্ক
তার চেয়ে ভালো লাগে রুদ্রপলাশ
অনেক দিনের পরেও ঝড় থামা আকাশে
মানুষই ফিরে পায় ফেরারি আত্মবিশ্বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র