ইন্দ্রজিত মাজী

মায়াজম
0
                                  তারপর...









মন্দ হওয়ার ডাক দিয়েছিল রাস্তারা
পথ গেছে পদে পদে বিপথের বিপদে
মহুল মাখা ভোরাই সাঁওতালি একতারা।

বিহ্বল বৈঁচী মুকুল,বিবাগী বন্ধ্যা শিমুল
পাহাড়িয়া বুনো ঘ্রাণ ডিয়াঙে নেশাতুর
পালক পালক সোহাগ হেনেছে তুমুল।

মাটি রঙ মাখা ফেরারী রাখালিয়া বাঁশি
বাজো হে অবশেষ,সোহাগ রেখো নূপুর
ফলবান হোক সাড়ে তিন হাত,ভাগচাষী।

বেবাক জ্যোৎস্না মাখা কাব্যিক প্রান্তর
চষে যাক কোন এক লুপ্ত বিষণ্ণ লাঙল
নির্বাণ নাহয় নির্মম হোক লুঠেরা ভ্রমর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)