দীপঙ্কর বেরা

মায়াজম
0
                                          আরও ছায়ায় 









গাছের নীচে বসে থাকা লোকটি যদি বলে আমি ছায়া পাই নি। তাহলে কেমন লাগে।
বললাম - তোমার মাথায় গায়ে লেগে থাকা এগুলো তাহলে কি?
যেন আমার কাওকে কোন দেখেই নি সেই রকম তাকিয়ে বলল - এটাই ছায়া। তবে পাশে
পাশে দেখুন, কি প্রখর রোদ ও রোদের তাপ।
দেখলাম, হ্যাঁ তাই তো! পাতার ফাঁকে ফাঁকে পড়ছে রোদ। এটুকু ঝিকিমিকিই সহ্য
করতে পারছে না। নিপাট ছায়া, নিকানো রোদ পাওয়া কি যায়?
বললাম - রোদ্র ছায়ার এই খেলাটাই তো উপভোগ্য। সারা শরীরের শিহরণ দোলাচলে
মুহূর্ত গুলে গুনে পুরোটাকেই ধরে রাখা।
ব্যাস, রেগে ফায়ার। কটমট দৃষ্টি আরও জোরালো। গাছের গোড়ার দিকে আরও ঠেসে
বলল - আপনার কথার নীতি শুনতে ভালো। তবে আমি পুরোটাই চাই, ছায়া অথবা আলো ।
এবং আরও চাই। এইটুকু নেইয়ের মত।
এতবড় গাছ। সবুজের সমারোহ। আজ একটু চড়া রোদ। তবুও ছায়া তো কম নয়। ইনার যে
আরও ছায়া চাই। বাপরে! আর কথা না বাড়িয়ে চলে যাই।
সময় পেরিয়ে সময় আসে। চলে যায়। ছায়ার খোঁজে সেই গাছতলায় যাই। গিয়ে দেখি
ছায়া আছে গাছ নেই। ছাদের উপর ছাদ। আমি মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে
তাকিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)