ঋষি সৌরক - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

ঋষি সৌরক

                                 রকস্টারের প্রেমিকা








অনেকটা সময় নৈশব্দ পালনের পরও হজম হল না সঙ্গতি
গিলে নেওয়া ধক্‌ আমার আত্মায় ডোরা কেটে দিচ্ছে

অপার্থিব পেন্ডুলাম গুলো উপড়ে নিয়েছে ফিরে আসার ইচ্ছে
পড়ে যাওয়ার ভয় নেই , নেই ধাক্কারোধসমারোহ
সুতোরা পাতলা হতে হতে লুকিয়েছে - আলোকাজল

ব্যাকুল জ্বর ফুটে উঠছে
পোষমানা তিলের মত পাপড়ি ভরিয়ে
 আত্মীয়তা ও পচাগলা রেশম তন্দুর
 জাতীয় খাঁচার ঘুম থেকে বাঘ ছেড়ে দিলো

আঁধার বাতলে মুখোমুখি আবহ প্রেমিকা
 ছদ্মনামে আড়াল গুটিকয় নিজস্ব জন্মদাগ
 একবার শুধু ঠকিয়ে দেখো – কিভাবে ছ্যাঁকা লাগে চেতনায়
 প্রতিটি ধমনীতে আছড়ে পড়ে অসম্ভবের ঝাল
 বাঘের চেও হিংস্র এক আহত বাঘ
 আমরণ খসিয়ে চলে জংলিরোঁয়া
 কপালের দাগ পীত হয়ে লেগে আছে কোটরে

সেই চেয়ে থাকা গুলি নিয়ে ইস্তেহার পাঠালাম
 হোক না কয়েক পলকের শুন্যতা তবু তো তীব্র তবুও চিরন্তন
 ভালোবাসা বাসি হলে এভাবেই ধুয়ে দিতে হয়

আমি জানি আর শুধু তুই -

দু-একটা খুন না হলে প্রকৃত ভালোবাসা হয়ে ওঠে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র