অরিন্দম গঙ্গোপাধ্যায় - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

অরিন্দম গঙ্গোপাধ্যায়

                       দিগন্তরেখার কাছে মধুমঙ্গল







দিগন্তরেখার কাছে পড়ে আছে মধুমঙ্গল,
গলিত চন্দনে দ্রব বালিয়াড়ি নিষাদরাজার
ফেলে যাওয়া রাজপাট, খরিষ সাপের মোমছাল
 ভিজে যায় ׀
বড়ই আলিস্যিভারে পড়ে আছে মধুমঙ্গল ,
দূরে চাষিদের গ্রামে মনে হয় স্বস্তি ফসলের,
যাত্রার বেসুরো গানে চলে এক গেঁয়ো মাতালের
 ঘরে ফেরা ׀
কুনো বেড়ালের মত পড়ে আছে মধুমঙ্গল,
ক্ষুধার শ্বাপদ ওত্ পেতে , ফেলে যাওয়া আলু ,
পড়তি ধানের শিষ কুড়োচ্ছে কাহারের মেয়ে,
পেটে জ্বালা ׀
নটীর শাড়ির মত পড়ে থাকে মধুমঙ্গল,
নাব্যতা যথেষ্ট নয়, বরং নিষণ্ণ নির্মম ׀
বুড়ি চাঁদ মুখ ঢাকে , কাশের চেলাঞ্চল ওড়ে -
শেষ রাতে ׀

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র