পিয়ালী বসু

মায়াজম
2
                        বিষাদের ফিউশন












মানচিত্রে কাটাকুটি শেষ
অলিভ মুহূর্তরা এখন সময়ের অবগুণ্ঠনে বন্দী...
:
রিখটার স্কেলে ধরা না পড়া এই আকালের দিনেও 
আমরা স্বপ্ন দেখি , গান গাই , আঁকিবুঁকি কাটি 
বিশ্বাস করি , আলোও এখন ফলনশীল 
:
শীত শেষে বসন্তের আগমন 
স্মৃতি -কথায় বিষাদ বোঝায় 
কল্লোলিনীর সুদীর্ঘ মরশুমে আলো এখন মুঠোর আধারে
:
চলে যাওয়া প্রেমিকের ছায়ামাখা অবয়ব 
বুকের গোপন খাঁজে ' এক্সপায়ারি ডেট ' হিসেবে বিবেচিত 
ইনফিউশান ভাগ করে চুমু খাওয়া 
কিংবা ঠোঁট ছোঁয়া সিগারেট কতটা রহস্যময়ী হয়ে উঠতে পারে
এখন সেটা পরখ করে দেখছি 
:
ফুসফুসে এখন বিষাদ - সংক্রমণ।

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন