জয়ীতা ব্যানার্জী গোস্বামী - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

জয়ীতা ব্যানার্জী গোস্বামী

                           আকাশ








ষোলআনার চাঁদ আর কটা খুচরো তারা
এর বেশি কি দিয়েছ আমায় ?
- কেনো ! মাথা রাখতে বুক পেতে দিইনি ?
- দিয়েছ তো,আর সকাল হলেই ফুস l তখন রাজ্যের কাজ তোমার l
তখন তুমি আলোর,তখন তুমি পাখির l
- তোমারই বা সময় কোথায় ? তখন তুমি রান্নাঘর,তখন তুমি অফিসব্যাগ l
- চুপ করো,ঝড় উঠলে তোমায় খুঁজিনি বলছো ! ছাদে মেলা ভেজা কাপড় মেঝেতে গড়াগড়ি,তুলতে এসে তোমায় ডাকিনি ?
- এসেছিলাম তো,কার্ণিশ ছোঁয়া হাতের আঙুল কেঁপে ওঠেনি ? না চাইতেই ঠোঁটের কোনে একফোঁটা জল,কে দিয়েছিল তবে ?
-আর যখন খুব মেঘ করে এলো ! তখন ?
-জল থইথই মাঠ,ভেজা ভেজা গাছের পাতা,ঠান্ডা হওয়ায় মাখা সোঁদা গন্ধ কে এনেছিল টের পাওনি ?
- আমূল ছুঁয়ে থেকেছ কখনও ? আশরীর ভেজা দেখে ভিজতে চেয়েছ একটিবারও ?
- আমাদের ওসব চাইতে আছে নাকি !
- তবে ?
- শুধুই দাঁড়িয়ে থাকতে আছে নীল মেখে,ছড়িয়ে থাকতে আছে সমস্ত অনুভবে,ভালোলাগায় l
- আর মনখারাপে ? দুপুরের একলা থাকায় ?
-আহ্, একটুও কি স্বনির্ভর হবেনা কখনো?
- একলা হওয়াই বুঝি স্বনির্ভরতা !
- সঙ্গী পেলেই নির্ভরতা জুটে যায়,এও বিশ্বাস করতে হবে ?
- আমার বিশ্বাস আমার একার
- বেশ,এর বেলায় সবটা একার,ইচ্ছেগুলো একার,গল্প গুলো একার,দীর্ঘশ্বাসটাও একার ! একে কি বলে জানো ?
- কি ?
- স্বার্থপরতা l
- ঔদার্যর সমস্তটা তুমিই রেখেছ নিজের করে,এটা স্বার্থ নয় ? শুধু তুমিই বিলাতে জানো,এতখানি অহং !
- সমর্পণের কোনো দাবি থাকতে নেই,এটুকুই বলেছি মাত্র l
- নাহ্,সমর্পণের চোখ থাকতে নেই,মুখ,বুক কিচ্ছু না l একবার আলো দেখেই অন্ধ হয়ে যেতে হয়,একবার জল পেলেই মরুভূমি,নিঃশ্বাস টুকু ছেড়েই দমআটকে বসে থাকতে হয় l প্রয়োজনের অক্সিজেন টুকুও দাবি করে বুঝি কেবল স্বার্থপরেরাই !
- তোমার সঙ্গে পেরে উঠিনি কখনো l হিসেব মেলেনি আগেও l তবুও দীঘির জলে তোমার প্রতিবিম্বের পেছন আমিই ছিলাম সমস্তটা ঘিরে l অথচ পাশে এসে বসিনি বলেই এত অভিমান l ছুঁয়ে থাকিনি,জুড়ে থেকেছি তবু,বোঝোনি তাও l
- আমি স্পর্শ বুঝি l দৃষ্টি বুঝি,গন্ধ বুঝি,শব্দ বুঝি,স্বাদ বুঝি - পঞ্চ ইন্দ্রিয় বই আর বাড়তি ইন্দ্রিয় নেই আমার l ছিলনা কখনও l
- ভালোবাসা নিজেই একটা আস্ত ইন্দ্রিয় l
- অপেক্ষাও তাই ?
- তোমার কাছে এসেই সবটা গুলিয়ে ফেলি ! সাধেই বলে, "কবি হইতে সাবধান l "
- স্বীকার করলে,পালিয়ে বেড়াও l
- হারিয়ে বেড়াই,ছড়িয়ে বেড়াই l বাঁধনে ভীষণ ভয় l
- অথচ বাঁধতে ভয় নেই !
- ও তোমার মনের ভুল l আমি বাঁধিনি কখনও l
- একবারও না !
- না,শুধু ভালো দেখতে চেয়েছি তোমায় l তোমার চোখের জল মাটিতে পড়ার আগেই কুড়িয়ে নিয়েছি,উড়িয়ে দিয়েছি হাওয়ার সববার l যতবার শাড়ি পড়েছ,আমি দাঁড়িয়ে থেকেছি ঠায়,আঁচল খসলেই উঠিয়ে দেবো আবার,জড়িয়ে দেবো গায় l কবিতা লিখতে কলম তুলেছ,আমি খুব করে সাজিয়ে দিয়েছি জানলার বাইরেটা l তবুও তুমি বিষাদ লিখেছ আজীবন l
- হেরে গেছি তাই l
- তোমায় হারতে দেখলে মেঘ করে আসে খুব,বুকের ভেতর গুমড়ে মরে কেউ l ইচ্ছে করলেই সবসময় বৃষ্টি হওয়া যায় কি ! তাই চাই ভালো থেকো প্রতিবার,আমায় ছাড়াই l
- সেই তো চাইলে কিছু l স্বার্থ ছেড়ে মুক্তি পেলে কই !

1 টি মন্তব্য:

  1. অসাধারণ কবিতা। দিদিভাই সর্বসাধারনের পড়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি।

    উত্তরমুছুন

Featured post

সোনালী মিত্র