ডাঃ সায়ন্ন্যা দাশদত্ত - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

ডাঃ সায়ন্ন্যা দাশদত্ত

                    নামকরণ








- ভাবছি আজ শেষবিকেল আঁকি l
- হুঁ , একটি সূর্য সহ কমলাটে রোদ্দুর আর পাখিদের ঘরে ফেরা . . . ব্যস ! হয়ে গেলো শেষবিকেল l
- কেন ? ! এই যে তুই আমি বসে আছি . . . পায়ের নিচে খেলে যাচ্ছে জলশামুক . . . একটার পর একটা ঘূর্ণি মিলিয়ে যাচ্ছে জলের নাভিতে . . . তারপর ছড়িয়ে যাচ্ছে কম্পন . . . ছুঁয়ে যাচ্ছে তোকে আমাকে . . . আমি বহু শতক আগে এভাবেই কম্পিত হয়েছিলাম . . . এভাবেই এসেছিল একটি ঘূর্ণিঝড় . . . একটি কুটোও ফেলে যায়নি . . . ভাসিয়ে দিয়েছে সবসুদ্দু . . . ঝড় থামতে থমথমে সন্ধে মতো . . . ঘরেবাইরে ওলোটপালট . . . আমি অন্ধকার হাতড়ে একটি পিদিম জ্বাললাম . . . রেখে দিলাম কুলুঙ্গিতে . . . যেভাবে রেখে আসে চিঠি . . . বেনামি ডাকবাক্সের হাতে . . . আচ্ছা, এদের নাম বিকেল হতে পারেনা ?
- বড্ড হেঁয়ালি করো l এটুকু সময় . . . কিছু ভালবাসার কথা বলো l
- ভালবাসা বললেই আমার গ্রীষ্ম বিকেল চোখে ভাসে . . . এই ঘন বাঁশের ঝাড় . . . গলা শুকনো কোকিলটা করুণ স্বরে কিছু খুঁজছে . . . ছোটনদীর বুক শুকিয়ে বালি উঠছে . . . অল্প কিছু চিন্হ পড়ে আছে তার যৌবনের . . . একটি মহিষ একাই নদী পার হয় . . . সূর্য তখন ঝলসে গেছে . . . বাঁশের ঝাড় তার সমস্ত ছায়া দুলিয়ে বৃথাই বইয়ে দিচ্ছে জীবনযাপন l সমস্ত দহন ডিঙ্গিয়ে , এসময়টায় শুকনো বাঁশপাতা মাড়িয়ে নদীর বুকে গাল রাখলে আমি স্পষ্ট শুনতে পাই . . . ভালবাসা রয়ে গেছো l
- ভালবাসা শুনতেও পাও !
- হুঁ . . . আমিতো দিব্যি গন্ধও পাই ভালবাসার ! মা স্নান সেরে এলেই . . . ভেজা মাকে জড়িয়ে নিয়ে যে ঘ্রাণ পেতাম . . . অথবা পশ্চিমের করবী গাছে কুঁড়ি ফুটলে . . . বা ধরো রাসমঞ্চে পূর্ণিমা করে যে ধূপটি জ্বলে থাকে . . . এদের সবার ভেতরে নাক রাখলেই . . . ভালবাসা গন্ধটা স্পষ্ট বোঝা যায় l
- আর তোমার শেষবিকেল ? ওর কি হবে ?

- আজকের পর আর বসা হবেনা একসাথে l আর কখনো জল ছুঁয়ে কাটবেনা কোন বিকেল l আর কোনদিন জলের কম্পন ছুঁয়ে যাবেনা তোমার পায়ের চেটো l এই যে আমাদের শেষ নিরুদ্দেশ হওয়া . . . এই যে শেষবার একটি নিস্তরঙ্গ দহনে ডুবে যাচ্ছি . . . তলিয়ে যাচ্ছি সন্ধ্যের আগেই . . . ধরো , আজ থেকে তোমায় মনে করে এরনাম দিলুম . . . ভালবাসা ! আর এই শেষ জলছোঁয়া যেদিন রংতুলিতে ধরবো . . . ধরো নাম দিলাম . . . শেষবিকেল lমানাবেনা ? বলো ?

১০টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. কবিতা বা ছবির মতো সুন্দর

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  4. ছবির মতন সুন্দর !!

    উত্তরমুছুন
  5. ছবি যেন কথা কইল। অদ্ভুত সুন্দর লেখা।

    উত্তরমুছুন
  6. ছবি যেন কথা কইল। অদ্ভুত সুন্দর লেখা।

    উত্তরমুছুন
  7. কিছু বলার নেই।। আখর দিয়ে যে ছবি আঁকা হয়েছে, তার জন্যে কুর্নিশ।।।

    উত্তরমুছুন

Featured post

সোনালী মিত্র