রণদেব দাশগুপ্ত - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

রণদেব দাশগুপ্ত

                                প্রস্তরযুগ







 অফ হোয়াইট একটা ভোরবেলা থেকে ভেসে আসছে তোমার গন্ধ | আঁচল বা ওড়নার গল্প নয় , এই সব সমুদ্রসবুজ উপকথা আরো প্রাচীনের বৃন্তগামী | শিলায় খোদিত এই স্তনের কঠিন থেকে ভেসে আসছে সমুদ্রের ফেনিল আঘ্রাণ | একদিন এখানেই চিরহরিতের লোভে লাস্য ছিল , কারুশিল্পে ডুবে ছিল প্রেমিক ভাস্কর | চন্দ্রাবলী রাত জুড়ে হেঁটে যেতে যেতে আচমকা আবিষ্কার করি উরুদেশে মার্বেলের মসৃণতা , সঘন পিঠের বাঁকে মুখর শায়েরী | অহঙ্কারী গ্রীবাখানি সামান্য বেঁকে আছে ভালোবাসাচোখটির দিকে | উপলে উপলে এ...ই স্থিরচিত্র , ফ্রিজশটে হেলানো খোঁপাটি | বিধুমুখী সন্ধ্যা তুমি , বিষঝরা নাগিনীর মতো আমাকে দংশেছ এই পাকদন্ডী শতকে শতকে | মন্দিরের চূড়ার কলস, প্রাচীরের কামনাবিলাস - এইসব অনুষঙ্গ তোমারই তো অন্তহীন অভিজ্ঞান জানি | এক্রোপলিসের নীল অন্ধকার থেকে , বুলেভার্ডের শান্ত ছায়াবীথি থেকে , কফিহাউসের মাউথপিস থেকে , ইনফিউশনের ধোঁয়ার আড়াল থেকে - বার বার ভেসে আসছে অফহোয়াইট একটা ভোরবেলার গন্ধ | কিছুটা চন্দন আর কিছুটা পাথর - এই নিয়ে বসে আছি , তোমার শরীর জুড়ে রঙ লিখবো বলে |

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র