মানুষের থেকে দূরে সরে গিয়ে
গড় শুধু নিখুঁত কাব্যপ্রতিমা...
ফুল পড়ে, স্তুতি পড়ে,
আরো কিছু পড়ে
কবিতার হাটে বেচাকেনা শেষ হলে
ফিরে যাও শূন্য খাঁচায়
অভিমানী নদীগুলি
শতাব্দীর ক্লেদ বুকে নিয়ে
বয়ে চলে অন্য ধারায়
ফুল পড়ে, স্তুতি পড়ে,
আরো কিছু পড়ে
কবিতার হাটে বেচাকেনা শেষ হলে
ফিরে যাও শূন্য খাঁচায়
অভিমানী নদীগুলি
শতাব্দীর ক্লেদ বুকে নিয়ে
বয়ে চলে অন্য ধারায়


সুচিন্তিত মতামত দিন