সুব্রত মণ্ডল - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

সুব্রত মণ্ডল


                                    কাগজের নৌকা












টগবগে কচি মাইক্রোম্যাক্স
রঙ,বেরঙ ঘাসের ডগায়...
আলতো করে স্কিনটাচ্
অল্পেই জল গলে পাথর হয়ে গেল
দু-চারটে কথা মিশিয়ে
খিচুড়িটা দারুণ হল
প্রেম তু পিয়াস হ্যায় বড়ী---
যদিও থার্মোমিটারে পারদ নিম্নস্থিরাঙ্ক
তারপরে চ্যাপ্টার বর্ণপরিচয়
কারণটা হল শীতকাল
ভিটামিন ডি-এর অভাব
তাই টেবিলে কাগজ উড়েই চলে ক্রমশ
অবশেষে পাণ্ডুলিপি
দু'চারটে ছেঁড়া লাল রুমাল
ফুটন্ত কেটলি হাঁ করে তারা গুনে
তারও কিছু সময় পরে দোলপূর্ণিমা
এসব নিয়ে তুমি ভাববেনা একদম
এসবের জন্য অনেক পাগল আছে
ফুটপাতে সস্তার কাগজকলম হাতে
তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে--------
____কালবৈশাখী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র