রূপক সান্যাল - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

রূপক সান্যাল

      
                          তবু অন্ধকার












সারা বছরের আনন্দ 
ক`দিনেই শেষ করতে হবে?
বাকি দিনগুলোতে আনন্দ নিষিদ্ধ বুঝি!

সুন্দর লুকিয়ে থাকে, 
বেরিয়ে আসতে ভয় পায়—
তুমিও কী ভয় পাও হাত বাড়িয়ে দিতে!

আজও হাসপাতালে অনেক রোগী,
আজও কিছু মানুষের মৃত্যু হ`লো,
আজও ঢাকঢোল আর মাইকের শব্দে 
 চাপা পড়ে গেল কিছু কান্না –
অনেকগুলো প্রশ্ন উঠতে চেয়েও 
 উঠলই না আর...... 

পথের ওপর পড়ে থাকে বিচ্ছিন্ন জামার বোতাম, 
অন্তর্বাসের ছেঁড়া টুকরো মাড়িয়ে চলে যায় 
 আনন্দে টগবগে একদল লোক...... 

এত যে আলোকসজ্জা – তবু অন্ধকার কাটেনা
 তবু অন্ধকার কাটেনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র