রাণা রায়চৌধুরী - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

রাণা রায়চৌধুরী

               জানলা দিয়ে দেখা কবিতা







আমার একটা পেন হারিয়েছে
 আমার তাতে খুব মনখারাপ
আমার ওই হারানো পেনটাই চাই

ওই পেনটা ওই ব্যথাটা ওই বেদনা
 আমার এখুনি চাই

দূরের মাঠে বল খেলছে বালকেরা
 দূরের বনে সাপ ঘুরছে এলোমেলো
 বিষাক্ত সাপ পেন জড়িয়ে ফণা তুলছে
 আমার ওই পেনটাই চাই

বাঘের নিঃশ্বাস লেগেছে যে পেনে
 সেই পেনটাই না বলে কয়ে হারিয়ে গেল

কোথায় গেল সাপের দেশ
 বিষের দেশে হারিয়ে গেল
 আমার একটা মনের জোর
 হারিয়ে গেল কোন আঁধারে?
কে জানে!

আমার একটা পেন হারিয়েছে

 ভালবাসার সংসারের ভিতর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র