শাফিনূর শাফিন - মায়াজম

Breaking

২৯ জুল, ২০১৬

শাফিনূর শাফিন


                           
                             শূন্যম্পর্ক







২০
জীবন তবে সেই তৃষ্ণার্ত কাকের মতোই কলসে নুড়ি ফেলে তৃষ্ণা নিবারণ? নাকি গঙ্গার প্রতিটি তীব্র স্রোতের সাথে গান্ধারীর শত সন্তান হারানোর পরবর্তী যে নিঃসঙ্গতা এসে পায়ে ধাক্কা দিয়ে যায় তাকেই তুমি জীবন বলো?
এই কংক্রিটের রাস্তা ভেদ করে সোডিয়াম আলো মিশে যাচ্ছে আমাদের দুজনের ছায়ার সাথে। অথচ আমরা কেউই পাশাপাশি হাঁটছি না। আমরা কেউই জানি না আমাদের গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে!
জন্মান্তরের শোক আর সন্তাপ নিয়ে বিস্মৃত হয়েছি অমরত্ব।





২১
রংধনুর লাল রঙ কার রক্তের পরাভব বর্ণনা করছে?
এই বিকেল-
এই আলুথালু বিকেলে, একটা তীব্র ঘা চকিত এই অসহ্য আর অনতিক্রম্য পাঁজরের খোপ নাড়িয়ে দিয়ে যায়। তীরবিদ্ধ হবার পর যেভাবে ফিনকি দিয়ে রক্ত ছলকে পড়ে চোখে।
একটা অলীক সুর আমাকে টেনে নিয়ে যায় কোন আবেশের দিকে! অরফিউস ছড় থামিয়ে বেহালা নামিয়ে এখনই কি ফিরে তাকাবে পিছনে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র