শুভ আঢ্য - মায়াজম

Breaking

২৯ জুল, ২০১৬

শুভ আঢ্য



                       
                        গ্রীষ্মের কবিতা








জলের কাছে ছুটে যাচ্ছে কল
আর ভেসে যাচ্ছে কর্পোরেশনের ফুটপাথ
আঁকা সূর্যতে
এমতাবস্থায় হাত আগুন পাচ্ছে
শহুরে কাকের ছা’র
বেলো টেনে টেনে যে গলার
শিরা ফুলে উঠল
তার দিকে চেয়ে চেয়ে
তেষ্টায় বুক ফাটছে অন্য কারোর
হে গ্রীষ্ম , পোড়াও আতসকাঁচে
গানের গলা
পোড়াও বুকপকেট
একে একে
দেখা হওয়া সেই নেকড়ে
যতক্ষণ না দেখা হচ্ছে আমদের
কোনো কারণ নেই একটা নেকড়ের
দাঁতে শান দেওয়ার
নলে শুকিয়েই যাচ্ছে একটা গুলি
বেরোবার শু-যোগের অপেক্ষায়
ততক্ষণ কথা বলে নিক তারা
স্পষ্ট করে নিক হত্যার ব্লু-প্রিন্ট
একটা অ্যাক্সিডেন্ট অপেক্ষা করে আছে বলে
ফেরার হল না একটা ব্রেক ফেল হওয়া গাড়ি
সুতরাং ঐ নেকড়েটা ঐ গুলিটা আর ঐ অ্যাক্সিডেন্টটা
অপেক্ষা করুক
কমনা করুক, কত দ্রুত
আমাদের দেখা হয়

৭টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র