মৌমিতা মিত্র - মায়াজম

Breaking

২৯ জুল, ২০১৬

মৌমিতা মিত্র

                      মৌমিতা মিত্রের গুচ্ছ কবিতা






উলুবন
১।
সঠিক ছবির দেশ, পাখিরা ঠিকানা তার রাখে।
নিউরোন মিলিয়ে গেলে গাঢ় লাল স্থাপত্য থাকে।
সঠিক ছবির দেশে কবিদেরও পা রাখার ছিল।
একই তো চলনপথ,লাল মেঝে,নখে ঘামতিলও…
২।
কুয়োময়ী জলকেও অন্ধকার বলে।
অস্ত্রোপচারের চাঁদ ব্যান্ডেজ- বাঁধা
ছুরি – কাঁচি নিমডাল ছুঁড়ে
উড়ে চলে
৩।
তোমার পায়ের কাছে
নতজানু আভা
ভোর হয়ে থাকি।
ক্রুশ – মুক্ত রক্তে
শান্ত আপেল
পড়ে থাকি গাঢ়তর
অভিকর্ষবোধে।
৪।
চাঁদের গ্যারাজ ছুঁয়ে চলে গেছে নক্ষত্রফলক…
সুদর্শন মাড়িয়ে যায় নির্বিণ্ন বাম্পার স্তোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র