চঞ্চল নায়েক - মায়াজম

Breaking

২৯ জুল, ২০১৬

চঞ্চল নায়েক


চঞ্চল নায়েকের গুচ্ছ কবিতা






শরীর আর কতক্ষণ ?
******************
রাত্রির শরীর থেকে হায়নার খিদেটুকু বাদ দিলে পড়ে থাকে সৃষ্টির বীজ এবং পাতাবাহারি শান্তি...
আদর্শলিপি থেকে চুঁইয়ে পড়া বেদবাক্য যারা কখনও পড়েনি তারা ঈশ্বর এবং ঈশ্বরচন্দ্র বুঝবে না কোনদিন ! মিথ্যের খামে মুড়ে রাখছি নিজের অর্ধমৃত বিবেক। পিঁপড়েরা যখন স্থান বদল করে তখন তারা ডিমটা নিতেও ভুল করে না। অথচ আমাদের মানুষজন এখন ভুলে যাচ্ছে সবকিছু, ভুলে যাচ্ছে রং শুধু আনন্দ আনে ! মনের ভিতর প্রশ্ন উঁকি দেয়, রং-এর থেকে এতো রক্ত আসে কেন ?
এখন আর পেইনকিলার লাগছে না, রাস্তার মোড়ে দাঁড়ালেই নিজের ছবিতে অন্যরা মালা পরিয়ে দেবে যা দেখে সমস্ত যন্ত্রণা উবে যাবে মুহূর্তে...
22-06-20
একফর্মা জ্যামিতি
****************
জীবনের টানাপোড়ন নিয়ে একটা বক্ররেখা তৈরি হয়েছে। আমি তার জেরক্সকপি দেখতে চাই না। যে উত্থানপতন লতার মতন জড়িয়ে আছে সারা শরীরে, তার জন্মবৃত্তান্ত লিখেছি আমারই কোন কাব্যগ্রন্থে। অমাবস্যার মধ্যরাতে আবার যদি লিখতে বসি দ্বিতীয় জীবন নিয়ে, তাহলে আমার সমাধিফলকে লিখে রাখব সে সব কিছু। এখন আর ঘুম আসে না সহজে। আলজিভ জুড়ে সব সাবালক বিরহ আমার আমি-কে বিদ্ধ করে প্রতিনিয়ত। আর যেটুকু খুচরো খুশি ছিল তাদেরকে তো কবেই ভাগ করে দিয়েছি সবার মধ্যে ! ছুটি চাইছি না এখুনি, বরং আর একফর্মা অনুভূতির জন্য জ্যামিতিক খেলায় মেতে উঠছি....
23-06-2016
উপলব্ধি
*******
যতটুকু বিষাদ হজম করলে নিজেকে মৃত্যুর বন্ধু ভাবা যায় তাই করছি। মিথ্যের চুমু খেতে খেতে আড়ষ্ট হয়ে যাচ্ছি। গ্যালিলিও তোমাকে গুরু ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে সেই পলাশির আম বাগানের পাশে। আধুনিক মীরজাফর আমার রোজকার শয্যাসঙ্গিনী। বেহুলার কথা ভুলে যাচ্ছি।প্রতি রাতে নিয়তি নিয়ে নতুন নতুন খেলায় মেতে উঠছি। এখান থেকে হৃদয়পুর অনেক দূরে! অসমাপ্ত উপন্যাসে আবার হাত লাগালাম। কোথায় যেন পড়েছিলাম, স্বামীর ওপর খবরদারি করে মনিব হওয়ার চেয়ে তাকে রাজা বানিয়ে রানী সেজে থাকাই শ্রেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র