সুপ্রতীম সিংহ রায়
জুলাই ২৯, ২০১৬
2
ফারাক্কা থেকে
এখনা গঙ্গা কম পদ্মার জল বেশি
গোধূলি সূর্যের আলো রোদ্দুর মিশেয়েছে ফেনায়
সারি বেঁধে দানা খোঁটে হলদেটে শালিখ,
ওরা ভারত নাকি অন্য দেশ?
এখানে প্রহরায় সাত নম্বর ব্যাটেলিয়ন
এখানে প্রহরায় রাত্রিজাগে ওয়াকিটকি
থার্টি ফোরের বুক চিরে ছুটে চলা পাজারোতে
আমরা সাউথ বেঙ্গল পেরিয়ে এলাম
সামনে ফারাক্কা ব্রিজ
বৃষ্টি নামছে...
গাড়ির কাঁচ বেয়ে গড়িয়ে পড়ছে বোধহয়
দু-এক ফোঁটা বাংলাদেশ
Tags


Besh bhalo
উত্তরমুছুনখুব সুন্দর লেখা
উত্তরমুছুন