দীপ রায় - মায়াজম

Breaking

২৯ জুল, ২০১৬

দীপ রায়

                          অন্তর্বর্তী অ্যাকোয়ারিয়াম





সুদৃশ্য প্ল্যাটারে সাজিয়ে রেখেছো
অপশনগুলো পাশাপাশি
একে স্ক্যুবা ডায়ভিং
দুইয়ে নৌকাবিহার
তিনে জেলেদের সাথে মাছ ধরা
চারে নিজে হাতে কোরাল সংগ্রহ

অপেক্ষারত তুমি
জানতে চাইছো ঠিক কোনটা বেছে নেবো

চারকোণা কাচের অ্যারিনায়
নুড়ি-পাথরের প্রান্তরে দাঁড়িয়ে আমি
শরীর ছুঁয়ে জ্বলজ্বলে প্লাস্টিক সবুজ
ফ্ল্যুওরেসেন্ট আভায় দেখছি রঙিন চলাচল

হে সমুদ্র মহাশয় সমীপেষু
আজ লোভ সম্বরণই শ্রেয়
চয়েজগুলো তাই কেবলই মাথায় তুলে রাখছি
তবে মিলিয়ে নিও একদিন
ঠিক ফিরে গিয়ে ঘাঁটি ফেলবো তোমার
নোনা ঢেউয়ের ওই দামাল প্রান্তরেই

ইতি,
কৃত্রিম ডুবুরি

২টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র