সোমাদ্রী সাহা

মায়াজম
0
                    একটাই মোমবাতি



আমার হাতে একটাই মোমবাতি।
আমি তুলসী মঞ্চে মোমবাতি দেখালাম,
শান্তির খোঁজে চার্চে গিয়ে দাঁড়ালাম,
পিছনেই মসজিদের পাশে মোম রাখলাম,
তারপর একটু এগিয়ে যেতেই গুরুদোয়ারা।
বিশ্বাস করো এত স্থান পেরিয়ে এলাম
তবু গুলিবিদ্ধ কাঁটাতারের সামনে
কেউ মোমবাতি নিয়ে দাঁড়ায়নি।
বিশ্বাস করো গুলসন এখনও মোমবাতি – অবশিষ্ট।
(নৈনিতালে বেড়াতে গেলে সত্যই এক স্থানে সমস্ত
ধর্মের উপাসনা কেন্দ্র দেখতে পাবেন। কবিতাই বাস্তব।
কল্পনা তো বারুদ)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)