তন্ময় বসু
সেপ্টেম্বর ৩০, ২০১৬1 minute read
0
ক্রীড়াচক্র
পদের জন্যে হাহাকার চাতক নিশ্চিন্ত মনে মাঝরাতে পাশ ফেরে অলীক মন্থনের পদক লুট গরল মাখা বৈমাত্রেয় দুর্গ প্রাকারে সিংহনাদে ঝনঝন বাজে নতজানু বিন্ধ্যপর্বত মৈনাক পানে চেয়ে পেঁজা মেঘে মেঘে শারদোৎসব।
Tags
সুচিন্তিত মতামত দিন