_অমিত সরকার

মায়াজম
1
                              অবৈধ




চুপি চুপি বাথরুমে মাটিকে দেখেছি আজ।আমি দিবাকর।ব্রহ্মান্ডই রেখেছেন এ নাম।যাহোক মাটি তখন জলপরী,একে একে খুলছে ধাতব পোশাক।শরীরের মোম-খেলনা গুলো জ্বলে উঠছে তো উঠছেই।বৃষ্টি হেরে যায় আগুনের কাছে দেখছি সব,সব দেখছি........
মাটি এবার আঙুলে ছুঁলো লোহার অন্তর্বাস।স্তন,নাভি,যোনির গায়ে লেগে থাকা শিশির ,সাগর হল যেন।
উত্থিত ফেনারাশিতে জন্মনিলাম আমি ।মাটিকে না বলে স্তনে মুখ রাখলাম।স্তন্যপায়ী নই,তাই মাটির যোনি সৌরভে উঁচিয়ে ধরলাম নাক।নাক গাছ হয়ে গেল।শিশ্ন তখন পোড়াকয়লার মত নির্জীব।বুঝলাম আমি দিবাকর।এ নাম ব্রহ্মান্ডই রেখেছেন।আরও জানলাম নারী সৌরভে ব্রহ্মান্ড থর থর করে কাঁপে,মানুষ তো কোন্ ছার.....

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন